‘কহো না পেয়ার হ্যায়’, ‘কোই মিল গ্যায়া’, ‘বম্বে টু ব্যংকক’, ‘কৃষ’, ‘অ্যায়েতবার’ -এর মতো বলিউডের জনপ্রিয় ছবিতে গান লিখেছেন ইব্রাহিম আশক। এরকম একজন গুণী মানুষ গীতিকার ইব্রাহিম আশ্ক কে কেড়ে নিল করোনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। কোভিডে আক্রান্ত হওয়ার পাশাপাশি নিউমোনিয়া বাসা বাঁধে তাঁর শরীরে। গীতিকারের মেয়ে মুসাফা সংবাদমাধ্যমকে জানান, হটাতই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।
রবিবার বিকেল ৪টে নাগাদ মৃত্যু হয় ইব্রাহিমের। তাঁর চিকিৎসক বলেন, ‘‘হাসপাতালে আনার পরে দেখা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। অনেক চেষ্টা করেও বাঁচাতে পারিনি আমরা।’’
মুসাফা জানান, শনিবার সকাল থেকে ইব্রাহিমের কাশি এবং রক্তবমি হচ্ছিল। মুসাফার কথায়, ‘‘বাবা একেই হৃদ্রোগী। তাই হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভেন্টিলেশনে ভর্তি করানো হয়।’’ সোমবার মীরা রোডের শ্মশানে সৎকার হবে ইব্রাহিমের। তাঁর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।
- More Stories On :
- Ibrahim Ashk
- Lyricist