চার বছরের মেয়ের মুখে 'ডিভোর্স' শব্দ শুনেছিলেন লারা দত্ত। এত ছোট মেয়ের মুখ থেকে এই কথাটা শুনতে হবে বিশ্বাস করতে পারেননি বলিউড অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেদিনের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। সঙ্গে জানানা, তাঁর স্বামী টেনিস লেজেন্ড মহেশ ভূপতি তাঁদের মেয়েকে ওই অত ছোট বয়সে শিখিয়েছিল ডিভোর্সের মানে! আর এটা জানতে পেরে প্রথমে একটু রাগও হয়েছিল অভিনেত্রীর।
সম্প্রতি নিজের ডিজিট্যাল সিরিজ ‘হিকআপ অর হুকআপ’শুরু করেছেন লারা। আর সেই সময়তেই সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন তাঁর মেয়ে সায়রা মাত্র চার বছর বয়স থেকে ‘ফ্রেন্ডস’দেখে। আসলে মহেশের সবথেকে প্রিয় শো ‘ফ্রেন্ডস। আর তাই মাত্র চার বছর বয়সেই সায়রাও বাবার সঙ্গে এই শো দেখতে শুরু করে। বেল বটমের অভিনেত্রী জানিয়েছেন, ‘‘আমি এরপর মেয়ের কাছে জানতে চাই ‘তোমাকে এগুলো কে শিখিয়েছে?’ আর ও উত্তর দেয়, ‘কেন বাবা! শুনে আমার আরও রাগ হয়ে যায়। সঙ্গে সঙ্গে মহেশকে ফোন করি। আর বলি, তুমি কীভাবে এসব শেখালে ওকে এই বয়সে। যাতে হেসে মহেশ আমায় বলে, ‘আমরা একসাথে বসে ফ্রেন্ডস দেখছিলাম। আর ও তখন আমার কাছে জানতে চায় কেন রস তিন বার বিয়ে করেছে।‘ তাহলে ভাবুন আমরা কেমন বাবা-মা!’’
- More Stories On :
- Lara Dutta
- Mahesh Bhupati