আজ শিশুশিল্পী সৌম্যদীপ্ত সাহা অর্থাৎ লাড্ডুর জন্মদিন। ১০ বছরে পড়ল সকলের প্রিয় লাড্ডু। ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন ওয়ান ও সিজন টু তে উদিতার সঙ্গে লাড্ডুর সঞ্চালনা সবাইকে মুগ্ধ করে দিয়েছিল। তবে সিজন ২ বেশ কয়েকমাস হল শেষ হয়ে গেছে। সিজন থ্রির অপেক্ষায় রয়েছে লাড্ডু। সম্প্রতি দেবের কিশমিশ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছে।
১০ বছরের জন্মদিন লাড্ডুর কেমন কাটছে। 'জনতার কথা' কে বার্থডে বয় জানালো,'আমি হলাম বার্থডে বয় লাড্ডু। আমার আজ অনেক প্ল্যান আছে। খাওয়া-দাওয়া করা, মজা, ড্যান্স, গান সব করছি। আমি নতুন গিটার কিনেছি। ওটা বাজাচ্ছি। অনেক প্ল্যান রয়েছে আমার।'
জন্মদিন মানেই কেক। লাড্ডুর চকোলেট কেক প্রিয়। জন্মদিনে চকোলেট কেক খেয়ে মন ভরেছে ক্ষুদের। পাশাপাশি অনেক গিফট ও পেয়েছে। তাই খুব খুশি। এই খুশির মুহূর্তেও সকলকে সাবধানে থাকার বার্তার দিল সৌম্যদীপ্ত সাহা। লাড্ডুর জন্মদিনে 'জনতার কথা'-র পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা।
আরও পড়ুনঃ অনুস্কা শর্মা-র হাত ধরে যাত্রা শুরু চাকদা এক্সপ্রেসের
আরও পড়ুনঃ চলতি মরশুমই শেষ, টেনিস কোর্টকে বিদায় সানিয়া মির্জার
- More Stories On :
- Soumadipta Saha
- Laddu
- Birthday