আপাতত সোশ্যাল মিডিয়ায় থাকার কোনও ইচ্ছা নেই অভিনেতা কুশল টন্ডনের। তবে এই সোশ্যাল মিডিয়া থেকে বিরতির কারণটা জানিয়েছেন ইন্সটাগ্রামে পোস্ট করে। ইনস্টা পোস্টে কুশল লেখেন, 'তথাকথিত এই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলাম. ততদিন পর্যন্ত মানুষ হয়ে থাকুন সমাজে এবং নিজের পরিবারের মধ্যে'।
কুশল আরও যোগ করেন, 'লজ্জায় মাথানত করুন। চারপাশে যা ঘটছে তাতে বীতশ্রদ্ধ। যদি সত্যি আপনি শ্রদ্ধা জানাতে চান তবে আত্মার শান্তি কামনা করুন, প্রার্থনা করুন, এটা কোনও ছবি তোলবার মুহূর্ত নয়.. আমি দুঃখিত সিদ্ধার্থের জন্য. শান্তিতে ঘুমোস সুপারস্টার'।
সিদ্ধার্থের অকাল মৃত্যু নাড়িয়ে দিয়েছে তাঁর পরিচিত মানুষজনকে। কিন্তু শোকপ্রকাশের জন্য প্রয়োজনীয় নিস্তবব্ধতা, নীরবতার বড়ই অভাব আজকের যুগে। অন্তরের শোক-এর তুলনায় দেখনদারিটাই আজকাল বেশি জরুরি। সুশান্তের মৃত্যুর পর ব্যাপক বিতর্কের ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়, সেই স্মৃতি এখনও টাটকা। এর মধ্যেই আরও এক তারকাকে অকালে হারালাম আমরা। নেটমাধ্যমে যেভাবে সিদ্ধার্থের শেষকৃত্যের ছবি, ভিডিয়ো, পোশাকি সমাবেদনা উপচে পড়েছে তাতেই বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। সেই তালিকাতেই রয়েছেন কুশল।
- More Stories On :
- Kushal Tandon
- Sidharth Shukla