পরিচালক হিসাবে কলকাতার সবথেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই' তে ওয়েব সিরিজের কাজ শুরু করলেন টলিউডের জনপ্রিয় সিনেম্যাটোগ্রাফার সৌমিক হালদার। ওয়েব সিরিজের নাম 'মহাভারত মার্ডারস'। পুরো ওয়েব সিরিজটাই একটা ক্রাইম থ্রিলার।
এখানে প্রধান চরিত্রে রয়েছেন, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, প্রিয়াঙ্কা সরকার, অর্জুন চক্রবর্তী, রাজদীপ গুপ্ত, অর্পিতা ঘোষ,রিয়া গঙ্গোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ প্রমুখ। ওয়েব সিরিজের মাধ্যমে ওয়েবে আত্মপ্রকাশ হল বাংলা মেগার জনপ্রিয় মুখ রিয়া গঙ্গোপাধ্যায়ের।
'মহাভারত মার্ডারস' নিয়ে বেশ উচ্ছ্বসিত বাংলা মেগার জনপ্রিয় মুখ রিয়া গঙ্গোপাধ্যায়। জনতার কথা কে জানিয়েছেন,'খুব ভালো লাগছে। ২৯ অক্টোবর থেকে ওয়েব সিরিজের শুটিং শুরু হয়েছে। তবে আমার শুটিং কাল থেকে শুরু হয়েছে। আমার চরিত্রের নাম তানিয়া। এর বেশি এখন আর কিছু বলতে পারবো না।'
- More Stories On :
- Hoichoi
- Web Series
- Riyaa Ganguly