আজ ২ নভেম্বর। বিশেষ দিন আজ। আজকের দিনে ৫৬ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তবে তাঁর জন্মদিনের আগের সময়টা ভালো যায়নি। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক কাণ্ডে ধরা পড়ায় কিং খান মানসিকভাবে দুর্বল হয়ে গেছেন।
শেষপর্যন্ত জামিনে মুক্তি পেয়ে আরিয়ান খান বাড়িতে ফিরে গেছে। এদিকে শাহরুখ খানের আজ জন্মদিনে ছেলে ঘরে ফেরায় স্বাভাবিকভাবে খুশির পরিবেশ মন্নতে।
সহস্র আলোয় ঝলমলিয়ে উঠেছে বাদশার অট্টালিকা। দীপাবলির আগেই উৎসবের আমেজ। উপলক্ষ ছেলে আরিয়ান খানের ঘরে ফেরা এবং শাহরুখের জন্মদিন। জন্মদিনে অনুরাগীদের সঙ্গে দেখা করতে বাড়ির বারান্দায় আসেন শাহরুখ। কোনও বছরই জন্মদিনে এই নিয়মের অন্যথা হয়নি। খান পরিবারের ঘনিষ্ঠ এক জন বলেছিলেন, “এ বছরও অনুরাগীদের সঙ্গে দেখা করবেন শাহরুখ। কঠিন সময়ে পাশে থাকার জন্য তাঁদের ধন্যবাদ জানাবেন তিনি।” আরিয়ানের গ্রেফতারের পর ‘মন্নত’-এর সামনে ভিড় না জমানোর অনুরোধ এসেছিল খান পরিবারের তরফে। তবে ঘরের ছেলে ঘরে ফিরতেই বদলে যায় ছবি।
- More Stories On :
- Shahrukh Khan
- Aryan Khan