মনে পড়েছে সেই ‘জোকার’-এর কথা? ২০১৯ সালে বিশ্বব্যাপী সাড়াজাগানো সিনেমা ছিল ‘জোকার’। এতটাই জনপ্রিয় হয় ছবিটি তার সিকুয়েল দেখার জন্য অনেকদিন ধরেই দাবী করেন ভক্তরা। কিন্তু পরিচালক জানান সেরকম পরিকল্পনা নেই। প্রথম সিনেমার মতো দারুণ আইডিয়া পেলে ভেবে দেখবেন। অবশেষে তিন বছর পর সিনেমার ক্লাইমেক্সের মতো হঠাৎ ‘জোকার’-ভক্তদের চমকে দিলেন পরিচালক টড ফিলিপস।
টড ফিলিপস তাঁর ইনস্টাগ্রাম আইডিতে মেরুন রং-এর এক পাণ্ডুলিপি শেয়ার করেছেন। সেই পাণ্ডুলিপির কাভারের ওপর লেখা ‘জোকার: ফোটি আ ডিউক্স’। পরে আরেকটি ছবিতে দেখা যায়, কালো চশমা আর সিগারেট মুখে চিরচেনা ভঙ্গিতে সিনেমাটির চিত্রনাট্য পড়ছেন হোয়াকিন ফিনিক্স। তিনিই ‘জোকার’ সিনেমার মূল অভিনেতা। ছবি দুটি থেকেই বোঝা যাচ্ছে ‘জোকার’-এর সিকুয়েল আসছে। এটিই সিনেমার চিত্রনাট্য। স্টক সিলভার ও টড ফিলিপস এবারও যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন।
সিকুয়েল হলেও এর গল্প কী হবে, কবে নাগাদ সিনেমার শুটিং শুরু হবে, আর কারা অভিনয় করবেন, তেমন কোনো আভাস পাওয়া যায়নি। প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রসের একটি সূত্র নিশ্চিত করেছে, দর্শক ‘জোকার’-এর সিকুয়েল দেখতে পাবে। খবরটি জানার পরেই ‘জোকার’ ভক্তদের উন্মাদনা বাড়তে শুরু করেছে।