শাহিদ কাপুর-ম্রুণাল ঠাকুর অভিনীত ছবি 'জার্সি'। একজন প্রতিভাবান অসফল ক্রিকেটারের গল্প তুলে ধরবে এই ছবিটি। ছবিটি নিয়ে সকলের মধ্যেই যথেষ্ট উন্মাদনা রয়েছে। শাহিদ কাপুর নিজে জানিয়েছেন তাঁর অভিনীত অন্যতম চ্যালেঞ্জিং ছবি ‘জার্সি’। এই ছবির মুক্তির তারিখ ছিল আজ। কিন্তু করোনা ও ওমিক্রনের জন্য ছবি মুক্তি নিয়ে প্রশ্ন উঠছে। এরকমও খবর উঠেছিল হয়তো ছবিটি মুক্তি পেতে পারে ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু ছবিটির ওটিটিতে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এরকরমই খবর পাওয়া গেল।
ট্রেড অ্যানালিটিক্স তরণ আদর্শ এমনটাই জানিয়েছেন। এর আগেও করোনার কারণে পিছিয়ে ছিল 'জার্সি' মুক্তির তারিখ। একটি অফিসিয়াল বিবৃতিতে, নির্মাতারা জানিয়েছিলেন, 'বর্তমান পরিস্থিতি এবং নতুন কোভিড নির্দেশিকাগুলির পরিপ্রেক্ষিতে আমরা আমাদের চলচ্চিত্র জার্সির সিনেমা হলে মুক্তি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। এখন পর্যন্ত আপনাদের সকলের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। এই কারণে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবাই নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন। আগামী নতুন বছরের জন্য আপনাদের অনেক শুভকামনা রইল!! টিম জার্সি!!'