২০২২ এর ২৯ এপ্রিল তারিখটি বাংলা চলচ্চিত্রের একটা বিশেষ দিন। একই দিনে মুক্তি পেয়েছে টলিউডের দুই সুপারস্টার দেবের 'কিশমিশ' ও জিতের 'রাবণ'। স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা রয়েছে। তবে শুধু ২৯ এপ্রিল নয়, মে মাসের শুরুতেও মুক্তি পাচ্ছে বাংলা ছবি। যা বাংলা ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে হয়ে গেল 'রাবণ' এর প্রিমিয়ার। প্রিমিয়ারে সুপারস্টার জিতকে দেখা এবং তার সঙ্গে ছবিতে ভিড় জমায় অগুণিত ভক্তরা। উপস্থিত ছিলেন মদন মিত্র, বাবুল সুপ্রিয়, কৌশানী, স্যাভি সহ অন্যান্য তারকারা।
'রাবণ' ছবিটি দুজনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই ছবির হাত ধরে প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি নির্মাণ করলেন পরিচালক এম এন রাজ। পাশাপাশি অভিনেত্রী হিসাবে এই ছবিতে অভিষেক হল লহমা ভট্টাচার্যর। জিতের নায়িকা হিসাবে লহমা দর্শকদের মন কাড়লেন।
অভিনেত্রী লহমা ভট্টাচার্য জানালেন, 'দারুণ, অসাধারণ, অনবদ্য। আমি প্রথমদিন দেখলাম ফিল্মটা। আমার খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে।জিতদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অকল্পনীয়। জিতদার পাশে দাঁড়িয়ে এই কাজটা করার ক্ষেত্রে আমার ঘাড়ে বিশাল একটা রেসপনসিবিলিটি ছিল। জিতদার এত অসাধারণ লুক আর পারফরম্যান্স আমি দেখে মুগ্ধ হয়ে গেছি।’
আরও পড়ুনঃ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় অসুস্থ, কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি
- More Stories On :
- Raavan
- Feature Film
- Jeet