আগামী ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জিত অভিনীত ছবি 'রাবণ'। একইদিনে আবার মুক্তি পাচ্ছে দেবের ছবি 'কিশমিশ'। টলিউডের দুই সুপারস্টারের ছবি একসঙ্গে মুক্তি পেতে চলায় স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা রয়েছে।
জিত এবং দেব দুজনেই তাদের ছবির প্রমোশনে ব্যস্ত। কলকাতায় সিমপার্ক মলে 'রাবণ' এর প্রমোশন করলেন জিত। উপস্থিত ছিলেন জিতের নায়িকা লহমা ভট্টাচার্য ও অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। জিতকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই দর্শক ও তাঁর ভক্তদের মধ্যে আলাদা উন্মাদনা ছিল। দর্শকদের আবদার রেখে রাবণের ডায়লগ ও শোনান তিনি।
এদিন জিত জানালেন, 'প্রত্যেক ঈদে আমরা একটা ছবি মুক্তির পরিকল্পনা নিয়েছি। বিগত কয়েক বছর ধরে আমরা সেটাই করে আসছি। আজ এখানে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। এখানে এসে সবাই যেভাবে উৎসাহ বাড়িয়েছেন সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন। তাহলে আমাদের উৎসাহ আরও বাড়বে।'
আরও পড়ুনঃ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কেন আমন্ত্রণ জেটেনি? কী জানালেন শ্রীলেখা
আরও পড়ুনঃ "তোতা কাহিনী" ছোটদের দুর্দান্ত অভিনয় সকল নাট্যমোদি দর্শকদের মন জয় করে নেবে