তাঁর গান সকলেরই খুব প্রিয়। গান গেয়ে জাতীয় পুরস্কার জিতেছেন। সেই ইমন চক্রবর্তী এবার নতুন ভূমিকায় আসতে চলেছে। অভিনয়ে পা রাখতে চলেছেন তিনি। আর তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে বিদীপ্তা চক্রবর্তী কে। আজ সকালেই নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর সঙ্গে একটি মিষ্টি সেলফি পোস্ট করে লিখলেন আবেগঘন ক্যাপশন।
ইন্সটাগ্রাম পোস্টের সেই ক্যাপশনে লিখলেন, ''রবিকিরণে' বলে একটি অনুষ্ঠানের প্রতিযোগী হয়ে আমি যাত্রা শুরু করি। সেখানে তিনি সঞ্চালনার দায়িত্বে ছিলেন। আমি দেখেছিলাম একজন সিনিয়র কীভাবে নতুনদের ভালবাসতে পারেন, পাশে থাকতে পারেন। এখন আমার জীবনের প্রথম ছবি করছি আর সেখানেও তিনিই একমাত্র আমার সঙ্গে রয়েছেন। বিদীপ্তা চক্রবর্তী, তুমি না থাকলে আমার পক্ষে এই সবকিছুই অসম্ভব হত। সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ। খুব ভালবাসি।'
একই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীও। ক্যাপশনে মজা করে লিখেছেন, 'জোড়া চক্কোত্তিস'। নেটিজেনদের খুব পছন্দও হয়েছে।
- More Stories On :
- Iman Chakraborty
- Bidipta Chakraborty