দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিনেমা হল খুলেছে। হল খোলায় সিনেপ্রেমীদের মনে আলাদা আনন্দ কাজ করছে। আর হল খোলার পর প্রথম বাংলা ছবি মুক্তি পেতে চলেছে 'হরোর স্টোরিস'। সায়ন বসু চৌধুরীর পরিচালনায়, মুকেশ পান্ডের প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেছেন অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায়, মৈনাক ব্যানার্জি, সুপ্রতীম সাহা, প্রিয়াঙ্কা ব্যানার্জি প্রমুখ।
আরও পড়ুনঃ হরোর স্টোরিস নিয়ে জনতার কথায় অকপট সুপ্রতীম
মুক্তির আগে বেশ কিছুটা টেনশনে রয়েছেন পরিচালক। জনতার কথা থেকে তাকে ফোন করে জিজ্ঞাসা করা হয় আজ কিছুক্ষণ পর থেকেই হলে ছবিটা দেখতে পাবেন দর্শকরা। কতটা এক্সাইটেড? পরিচালক জানালেন,'হরোর স্টোরিস রিলিজ নিয়ে আমি খুবই এক্সাইটেড। সকাল থেকে শো রয়েছে। এতদিন দিন লকডাউনের পর ছবি খুলছে, হল খুলছে, আমাদের সিনেমা প্রথম রিলিজ। তাই টেনশনও হচ্ছে। আমার মনে হয় মানুষ দেখবে বাংলা ছবি। সিনেমা তো হলে দেখতেই ভালো লাগে।' এই ছবি প্রসঙ্গে তিনি আরও জানালেন,'এই ছবিটা ভালো লাগুক, খারাপ লাগুক তারা যেন আমাদের জানায়। একটু অন্যধরণের ছবি আমরা বানানোর চেষ্টা করেছি। ভূতের যে ধরণের ছবি আমরা দেখে অভ্যস্ত ঠিক সেরকম নয় এটা। আশা করি ভালো লাগবে। ছবি নিয়ে সারাদিনই ভাবছি। ঠিকঠাকভাবে যেন সব হয়ে যায়। মানুষ যেন দেখে ছবিটা। খুবই টেনশনে এবং খুবই এক্সাইটেড।'
- More Stories On :
- Horror Stories
- Bengali Movie