গান গেয়ে ভাইরাল হয়ে রাতারাতি খ্যাতি পাওয়া তারকা রানু মন্ডল ও সোশ্যাল মিডিয়ার কল্যাণে পরিচিতি পাওয়া হিরো আলম এবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। মূলত হিরো আলমের ছবিতে এবার গান করবেন রানু। এই নিয়ে বৃহস্পতিবার তাদের দু’জনের ভিডিও কলে কথা হয়।
এই বিষয়ে গেছে, হিরো আলমের প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ সিনেমা দু’টি পরিচালনা করবেন রাজু চৌধুরী এবং বাবু রেজা। আগামী ২০ নভেম্বর থেকে এর শুটিং শুরু হবে। আর এখানে ব্যবহৃত হবে রানুর গাওয়া গান। দু’টি সিনেমাতেই হিরো হিসেবে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন হিরো আলম।
রানুর সঙ্গে কাজের বিষয়ে হিরো আলম জানিয়েছেন, 'রানু মণ্ডলের সঙ্গে ভিডিও কলে আমার কথা হয়েছে। তিনি আমার সিনেমায় দুটি গান গাওয়ার জনন্য সম্মতি দিয়েছেন। আশা করি, তার গানগুলো সবাই গ্রহণ করবেন।' রানু মণ্ডলের সঙ্গে হিরো আলমের ভিডিও কল সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন হিরো আলম।
- More Stories On :
- Hero Alom
- Ranu Mondal