মাঘ মানেই চারিদিকে পিঠে-পুলির গন্ধ আর বিয়ের সানাই। এই বিয়ের মরশুমেই গায়ে হলুদ পর্ব সেরে ফেললেন শরিফুল রাজ-পরীমনি। গত ১৭ অক্টোবর গোপনে বিয়ে সেরে ফেলেছিলেন দুজনে। এবার সাতপাকে বাঁধা পড়াটা শুধু বাকি। শুক্রবার সন্ধ্যায় এই বিশেষ কাজটাও সেরে ফেললেন তিনি।
গায়ে হলুদের এই ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরীমনি। বাংলাদেশের সংবাদমাধ্যম জানিয়েছে দুই তারকার পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে এই শুভকাজ সম্পন্ন হয়।রাজের পরনে ছিল হলুদ রঙের পাঞ্জাবি, উত্তরীয়, মাথায় পাগড়ি। পরীমনীর পরনে ছিশ হলুদ বাংলাদেশি শাড়ি। খোলা চুলে সাজানো মরশুমি ফুল। অলঙ্কারে ঝলমলে তিনি। বাড়ি সেজেছে হলুদ গাঁদায়, শালুর পর্দায়। অনুষ্ঠানে উপস্থিত দুই পরিবারের সদস্য, আত্মীয়েরা। ‘রাজপরী’ লেখা কেক, রকমারি মিষ্টি, পায়েস, দই, হলুদ, পান, ফুলের স্তবক--- আয়োজনের কোনও ত্রুটি ছিল না। এসেছিলেন প্রযোজিকা চয়নিকা চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন চরকি প্রযোজনা সংস্থার কর্ণধার রেদওয়ান রনি।