নৈহাটির ঐকতান মঞ্চে অনুষ্ঠিত হলো গরিফা নাট্যায়ন এর ২৪ তম নাট্য উৎসব। এই উৎসবের শুভ সূচনা করেন গ্রুপ থিয়েটার পত্রিকার সম্পাদক দেবাশিস ব্যানার্জী, নাট্যকার ও অভিনেতা দুলাল চক্রবর্তী, শান্তনু মজুমদার, শিবঙ্কর চক্রবর্তী, দেবকুমার দাস সহ আরো অনেক নাট্য ব্যাক্তিত্ব। পাঁচ দিনের এই নাট্য উৎসবের প্রথমদিন মঞ্চস্থ হয় কাবেরী মুখোপাধ্যায় নির্দেশিত কাচড়াপাড়া ফিনিক এর নাটক ওরা নন্দিনীরা। এর পর ছিলো গরিফা নাট্যায়ন এর ছোটদের নাটক পান্তাবুড়ি। রচনা শ্রীজীব গোস্বামী। নির্দেশনা সুকদেব চক্রবর্তী। সকলের নজর কাড়ে এই নাটকটি। এর পর মঞ্চস্থ হয় হালিশহর মাটির নিবেদন জাম্বো। নির্দেশনা পরিমল মিস্ত্রি।
দ্বিতীয়দিন নাটক ছিলো শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠীর নাটক কারাবন্দী। রচনা ও নির্দেশনা দিলীপ ঘোষ। গোবরডাঙ্গা নাট্টায়ন এর নাটক বদনাম। নির্দেশনা নারায়ণ বিশ্বাস। হালি শহর বাংলার সিঞ্চন এর নাটক সরল সমীকরণ। রচনা সুকদেব চক্রবর্তী। নির্দেশনা যোগরাজ চৌধুরী।তৃতীয়দিন পরিবেশিত হয় সমাজ দর্পণ দক্ষিণ বারাসাতের নাটক এখনো মানুষ। নির্দেশনা গাজী এস্রাফিল। এর পর মঞ্চস্থ হয় ইউনিট মালঞ্চ হালিশহর এর নাটক স্বপ্নের এক ফেরিওয়ালা।নির্দেশনা দেবাশিস সরকার। শেষে ছিলো গরিফা নাট্যায়ন এর আলোর দিশা। রচনা ও নির্দেশনা দেবকুমার দাস। সামগ্রিক পরিকল্পনা কনক মুখোপাধ্যায়। এই নাটকটি সকলের মনোরঞ্জন করে।
চতুর্থদিন মঞ্চস্থ হয় বীরনগর মালঞ্চ র নাটক ভোরাই। নির্দেশনা কনক মুখোপাধ্যায়। পরিবেশিত হয় যুব নাট্য সংঘ কাকদ্বীপ এর নাটক নাগরিক। পরিচালনায় দীপক মাইতি। এইদিন র শেষ নাটক টি ছিলো জাগৃতি- আত্পুর এর নাটক পাঁচ ফোড়ন। নির্দেশনা শক্তি কুমার ঘোষ। পঞ্চম অর্থাৎ শেষ দিনে মঞ্চস্থ হয় নটমহল- তমলুকএর নাটক শুভদৃষ্টি - ফুলসজ্জা। নির্দেশনা দিলীপ বিশ্বরূপ। পরের নাটক টি ছিলো ঢাকুরিয়া চন্দ্রদ্বীপ নাট্য দলের নাটক একদিন ঠিক। রচনা ও নির্দেশনা মলয় সেনগুপ্ত। এই উৎসবের শেষ নাটক টি ছিলো মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের নাটক ঘরে ফেরা। রচনা ও নির্দেশনা স্বপন দাস। সব মিলিয়ে মহা সমারোহে নৈহাটি র ঐকতান মঞ্চে গরিফা নাট্যায়ন পালন করলো পাঁচ দিনের এই নাট্য উৎসব।
আরও পড়ুনঃ মালদার গাজোলের সভা থেকে হুংকার শুভেন্দু অধিকারীর
- More Stories On :
- Gorifa Natyaan
- Natyo Utsav