'গোপনও কথাটি রবে না গোপনে'। রবিঠাকুরের এই গানটাই নুসরত ও যশের জীবনের সঙ্গে মিলে গেল গোপন কথা আর গোপন রইল না। অভিনেত্রী নুসরত জাহান তার ইন্সটাগ্রাম স্টোরিতে সব গোপন কথার উত্তর দিয়ে দিলেন। প্রথমবার তাকে স্বামী হিসাবেও স্বীকার করলেন এই টলি অভিনেত্রী।
রবিবার ছিল যশের জন্মদিন। শনিবার রাতেই ভালবাসার ইমোজি দিয়ে যশকে শুভেচ্ছা জানিয়েছিলেন নুসরত। কিন্তু রবিবার রাত বাড়তেই এক দোতলা কেকের ছবি শেয়ার করেন নুসরত। সেই কেকে লেখা যশের আদ্যাক্ষর ওয়াই ও ডি। এখানেই শেষ নয়, সঙ্গে লেখা ‘হাজব্যান্ড’। তার নিচে লেখা ‘ড্যাড’। যশ বাবা হয়েছেন কিছু দিন আগে। ছেলে ঈশানের জন্মের শংসাপত্রে তাঁরই নাম। কিন্তু ‘স্বামী’? প্রশ্ন উঠেছে তবে কি চুপিসারেই বিয়ে করে নিয়েছেন নুসরত ও তিনি?
এখানেই শেষ নয়, যশের প্রতি ভালবাসার গোপন ইজহারও করেছেন তিনি। লিখেছেন, “শুভ জন্মদিন ভালবাসা’। সব মিলিয়ে প্রকাশ্যেই উথলে উঠেছে প্রেম। যে প্রেম সমালোচনার ধার ধারে না। আর নুসরতের এই ইন্সটাগ্রাম স্টোরি নেটিজেনদের আলোচনার বিষয় হয়ে উঠেছে আবার।