আগুন লাগল ‘বিগ বস’-এর সেটে। রবিবার দুপুর ১টায় মুম্বইয়ের ফিল্ম সিটিতে ‘বিগ বস’-এর সেটে আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।বিগ বসের সেট মুম্বইয়ের ‘ফিল্ম সিটি’ তে অবস্থিত।
সংবাদমাধ্যম সূত্রে খবর, আগুন লাগার কারণ জানা যায়নি এখনও। হতাহতেরও কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ফিল্ম সিটির এই সেটে শ্যুটিং হওয়া ‘বিগ বস ১৫’-এর চূড়ান্ত পর্ব টিভিতে সম্প্রচারিত হয় ৩০ জানুয়ারি। বিগ বসের সেটে আগুণ লাগার খবরটি প্রকাশ্যে আনেন যদিও ভাইরাল ভায়ানি, ইন্সটাগ্রাম পোস্টে খবরটি জানান তিনি।
‘বিগ বস ১৫’-য় জয়ী হন অভিনেত্রী তেজস্বী প্রকাশ। ফাইনালে তিনি হারান কর্ণ কুন্দ্রা এবং প্রতীক সহজপালকে।
আরও পড়ুনঃ অভিনয়ে পা রাখলেন রাহুল, মিউজিক ভিডিওতে তাঁর সঙ্গী দর্শনা
আরও পড়ুনঃ মা, বোন-সহ শিল্পা শেট্টিকে হাজিরার নির্দেশ দিল আদালত
- More Stories On :
- Big Boss
- Big Boss Set
- Fire