করোনা ভ্যাকসিনের ডবল ডোজ নেওয়ার পরও করোনা আক্রান্ত হলেন বলিউডের কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ভক্তদের জানালেন সেই খবর।
প্রিয় মানুষের এই খবর শোনার পর স্বাভাবিকভাবেই বেশ হতাশ তাঁর ভক্তরা। ফারহা নিজে জানিয়েছেন দুটো ডোজ নেওয়ার পর কিভাবে তাঁর করোনা হল বুঝতে পারছেন না। এই কয়েকদিনে তিনি যাদের সংস্পর্শে এসেছেন তাদের কোভিড টেস্ট করতে বলেছেন এবং তারা যাতে সুস্থ থাকে এমনটাই চাইছেন। যদি কাউকে ভুলে যান বয়সের জন্য তারাও যেন টেস্ট করে নেয়। তবে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এমনটা আশা করছেন।
আরও পড়ুনঃ লাদাখে নাচের ভিডিও পোস্ট করলেন সারা
তিনি এই মুহূর্তে একটি জনপ্রিয় কমেডি শো-এ বিচারকের কাজে ব্যস্ত ছিলেন। হটাত অসুস্থ হওয়ার জন্য সেই ‘কমেডি শো’-র বিচারকের আসন পরিবর্তন করা হল। ফারহার পরিবর্তে জনপ্রিয় গায়ক মিকা সিংহ আপাতত বিচারকের আসন গ্রহণ করবেন।
কোরিওগ্রাফার হিসাবে জনপ্রিয় ফারহা খান। এখন কত তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারেন সেই আশাতেই রয়েছে সকলে। অনেকে চিন্তায় আছেন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের পরেও কীভাবে তাঁর করোনা হয়।
- More Stories On :
- Farah Khan
- Covid Positive