জি কমেডি শোয়ে 'লাফিং বুদ্ধা'-র ভূমিকায় উপস্থিত হয়েছেন পরিচালক ফারহা খান। সেখানে এসে তিনি জানালেন,'আমি কৌতুক পছন্দ করি না। তবে হালকা পাগলামি বেশ লাগে। কোনও চরিত্রকে নিয়ে হাস্যকর আলোচনা হলে তা পছন্দ করি। আমাকে হাসানো এত সহজ নয়। আমি একটু উচ্চাঙ্গের কৌতুক পছন্দ করি। যা তা কিছু একটা পরিবেশন করলেই আমি হেসে গড়িয়ে পড়ব না। কারোর মধ্যে যদি কৌতুকের ছিটেফোটা না থাকে তাহলে আমি মেকি হাসি হাসতে পারব না।'
আরও পড়ুনঃ অক্টোবরেই চরম আকার নেবে তৃতীয় ঢেউ!
'লাফিং বুদ্ধা' নিয়ে মুখ খুললেন ফারাহ। এই প্রসঙ্গে তিনি বলেন, 'শোয়ের হোস্টরা আমাকে বিচারক বানালেও। আপাত দৃষ্টিতে আমি কিন্তু বিচার করছি না। কলাকুশলীদের কার্যকারীতা উপভোগ করছি মাত্র। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একটি টিম পারফরম্যান্স দেখিয়ে আমি ঠিক কতবার হাসাতে পারে, তার উপরে নির্ভর করবে হারজিত্।" এই কমেডি শোয়ের বিচারকের আসনে বসে ব্যক্তিগত উপকারও পারছেন পরিচালক। কারণ নানারকম কৌতুক দেখে তাঁর মানসিক অস্থিরতা কাটছে। এই প্রসঙ্গে তিনি বলেন, "জনগণের হাসির প্রয়োজন রয়েছে। আমাদের সবার হাসা উচিত। বিশেষ করে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পরে মানুষের প্রত্যেকেরই একটা জমজমাট হাসির ডোজ নেওয়া উচিত। কারণ এই কোভিড ঢেউ ছিল ভীষণ হতাশার। প্রতিদিন আমরা বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, প্রতিবেশী নাহলে বলিউডের কারোর থেকে শুধুই দুঃসংবাদ পাচ্ছিলাম।'
- More Stories On :
- Farha Khan
- Laughing Buddha