একইরকম রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। বুধবার ডা. অরিন্দম কর জানান, নতুন করে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার উন্নতি যেমন হয়নি, তেমনই পরিস্থিতির অবনতিও হয়নি। তাঁর রক্তক্ষরণ বন্ধ করা গিয়েছে। হিমোগ্লোবিন-সহ অন্যান্য বিষয়গুলিও স্থিতিশীল। গত ২৪ ঘণ্টায় ১.৫ লিটার ইউরিন হয়েছে। তবে রেনাল ফাংশানের উন্নতির প্রয়োজন। এর জন্য ২-৩টি এপিসোডের ডায়ালিসিসের ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন ঃ করোনায় আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য
এতে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ কমবে। যার ফলে আচ্ছন্নভাব কিছুটা হলেও কাটবে বলে আশা করা হচ্ছে। ফুসফুসের অবস্থাও মোটামুটি স্থিতিশীল। প্রবীণ অভিনেতার অক্সিজেন স্যাচুরেশন ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যেই রয়েছে। গত ৬ অক্টোবর থেকে তিনি বেলভিউ হাসপাতালে ভরতি রয়েছেন। করোনা আক্রান্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু বর্তমানে তাঁর শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হওয়ায় তাঁকে ডায়ালিসিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কতৃ্পক্ষ ।
- More Stories On :
- Soumitra Chatterjee
- Actor
- Physical condition
- Dialysis
- Hospital