বাংলা সিনেমার ইতিহাসের পাতায় আরেকটি নতুন সিনেমার নাম সংযোজন হতে চলেছে তা হল ‘বাকি ইতিহাস’। তুষার বল্লভ পরিচালিত এবং প্রযোজিত বাকি ইতিহাস ছবির আনুষ্ঠানিকভাবে ট্রেলার লঞ্চ হয়ে গেল।
ঝাঁ-চকচকে কংক্রিটের শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামে বহু মানুষ বসবাস করেন। তাঁদের জীবনযাপন, তাঁদের সংস্কৃতি, তাঁদের ভাবনাচিন্তা, জীবনকে তারা কীভাবে দেখেন সবকিছুই দেখানো হয়েছে "বাকি ইতিহাস" ছবিতে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সঙ্গীতা বল্লভ, তন্ময় মজুমদার, সুরজিৎ মন্ডল পুলকেশ ভট্টাচার্য সহ আরও অনেকেই। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন সৌরভ বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালনা করেছেন অনির্বাণ রায়।
পরিচালক তুষার বল্লভ জানান, ‘ছবিতে গ্রামের অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের কথা বলা হয়েছে। তাহলে ছবিতে যারা চরিত্র তাদের পোশাক তেমনি হবে খুব সাধারণ ও সাদামাটা। প্রি-প্রোডাকশন চলাকালীন অনেক আলোচনার পর শেষমেষ সিদ্ধান্ত নেওয়া হল গ্রামের মানুষদের থেকেই নিয়ে কস্টিউম ডিজাইন করা হবে। তারপর গ্রামে গিয়ে তাদের ব্যবহার করা শাড়ি, শার্ট, সালোয়ার-কামিজ তাদের থেকে কিনে তারপর সিনেমায় ব্যবহার করেছেন। ছবিতে আমরা সকলে মিলে বানিয়েছি এবং খুব আনন্দ করে বানিয়েছি। ছবিটি সিনেমাহলে রিলিজ হবে। আমরা চাই আপনারা ছবিটি সিনেমাহলে গিয়ে দেখুন এবং সবাইকে বলুন তারা যেন ছবিটি দেখেন।’
আরও পড়ুনঃ এবার পরিচালনায় রাহুল, অভিনয় করবে ছেলে সহজ
আরও পড়ুনঃ হিজাব বিতর্কে সরব মালালা
- More Stories On :
- Baki Itihas
- Tushar Ballav