দিয়া মির্জা যে কতটা পরিবেশ সচেতন সেটা কারোর অজানা নয়। আগামী ৯ ডিসেম্বর ৪০ এ পা দিচ্ছেন দিয়া মির্জা। আর এই ৪০ বছর উপলক্ষে বিশেষ প্ল্যান রয়েছে তার। তবে এই প্ল্যানটা নিজের জন্য নয়।
৪০ এর জন্মদিনে ৪০ লক্ষ টাকা দেওয়ার ভাবনা রয়েছে তার। এই অর্থ ব্যয় হবে বনরক্ষকদের মধ্যে যারা অতিমারীতে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের জন্য।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের কাছে দিয়া আবেদন করেছেন,'আমার জন্মদিনে অনেকেই ফুল, উপহার পাঠিয়ে থাকেন। আমার অনুরোধ, সেটার বদলে যদি কিছু অর্থ সাহায্য করে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারেন, তার চেয়ে ভালো আর কিছু হবে না।' এই পোস্টে ভক্তরা খুব খুশি হয়েছেন। তারা দিয়াকে অনেক শুভকামনা জানিয়েছেন।