সিনেপ্রেমীদের জন্য সুখবর। প্রতীক্ষার অবসান ঘটল। খুলছে সিনেমা হল। আজ, শনিবার থেকে কোভিডবিধি মেনে সিনেমা হল খুলবে। এমনটাই জানিয়ে দিল রাজ্য সরকার।
করোনার দ্বিতীয় ঢেউতে ইতিমধ্যেই কাবু রাজ্যবাসী। তৃতীয় ঢেউ আসতেও বেশি বাকি নেই। তবে,এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ ঠেকাতে বর্তমানে রাজ্য জুড়ে চলছে বিধি নিষেধ। ইতিমধ্যেই বিধি নিষেধের সময়সীমা বাড়িয়ে ১৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে। যদিও সেই বিধিনিষেধ এবার ছাড় দেওয়া হচ্ছে সিনেমা হলে। আজ থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হলগুলি খোলার অনুমতি দিল নবান্ন। প্রত্যেককে মানতে হবে করোনা বিধি। যেমন হলের ভিতর ব্যবহার করতে হবে মাস্ক, স্যানিটাইজার। তবেই হলে প্রবেশের অনুমতি মিলবে।
এই খুশির খবরের জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিল সবাই। অবশেষে এল সেই খুশির খবর। এখন শুধু হল খোলার অপেক্ষা।
- More Stories On :
- Cinema
- Cinema Hall