বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের নতুন ছবি 'বেলবটম'। আগামী ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা। মুক্তির আগেই এই ছবি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। শুরু হয়ে গেছে অগ্রিম বুকিংও। এন্টারটেইনমেন্টের বহুল প্রতীক্ষিত গুপ্তচরবৃত্তির থ্রিলার 'বেলবটম' সিনেমার মুক্তি খুব ভালোভাবে ইন্ডাস্ট্রির অন্যান্য চলচ্চিত্রের থিয়েটার মুক্তির পথ সুগম করতে পারে।
নির্মাতারা অধীর আগ্রহে প্যান ইন্ডিয়া রিলিজের অপেক্ষায় আছেন, যদিও আপাতত, ছবিটি সেই সব রাজ্যে খোলা হবে যেখানে প্রেক্ষাগৃহগুলি খোলা ছিল। এমা এন্টারটেইনমেন্টের সহযোগিতায় পূজা এন্টারটেইনমেন্ট 'বেলবটম' উপস্থাপন করে। বাশু ভাগনানি, জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ, মনিষা আদভানি, মধু ভোজওয়ানি এবং নিখিল আদভানি প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন রঞ্জিত এম তিওয়ারি। অক্ষয় ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন বানি কাপুর, লারা দত্ত এবং হুমা কুরেশি।
১৯ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন হলে 'বেলবটম' দেখতে পাবেন দর্শকরা। এর মধ্যে রয়েছে আইনক্স, সিনেপলিস, নবীনা, অজন্তা, অশোকা প্রমুখ হল।
- More Stories On :
- Bell Bottom
- Movie
- Release
- Bollywood