২৮ দিন জেলে থাকার পর অবশেষে জামিন পেয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ছেলে জামিন পাওয়ার পরেই অবশেষে শান্তি ও খুশির বাতাবরণ খান পরিবারে। দাদা জামিন পাওয়ার পরেই হ্যালোইন পার্টিতে মাতলেন তার বোন সুহানা খান।
নিউইয়র্কে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন সুহানা। সেখানেই বন্ধুদের সঙ্গে হ্যালোইন পার্টিতে মাতলেন তারকা কন্যা। সেই পার্টি করার একটি ছবিই প্রকাশ পেয়েছে ইনস্টাগ্রামে। সুহানার এক বান্ধবী তাঁদের ছবি দিয়েছেন। ছবির নীচের কমেন্ট বক্সে সুহানা সেই বান্ধবীকে ভালবাসাও জানিয়েছেন।
গত বৃহস্পতিবার জামিন পেয়েছেন আরিয়ান। শনিবার আর্থার রোড জেল থেকে বাড়ি ফিরেছেন ২৩ বছরের তারকা-সন্তান আরিয়ান। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, দাদা বাড়ি ফেরার পর সুহানা নিউইয়র্ক থেকে ভিডিয়ো কল করে দাদাকে স্বাগত জানিয়েছেন। কথা বলতে গিয়ে নাকি কেঁদেও ফেলেছিলেন। একইসঙ্গে শোনা যাচ্ছে, শাহরুখের জন্মদিন (২ নভেম্বর) পালন করতে দেশে ফিরবেন সুহানা।
- More Stories On :
- Halloween Party
- Aryan Khan
- Suhana Khan