কলকাতার বুকে প্রাচীন ঐতিহ্যশালী হোটেল ব্রডওয়ে হোটেল। ভারতের স্বাধীনতার আগে ১৯৩৭ সালে এই হোটেল তাদের জার্নি শুরু করে। এরকম একটি হেরিটেজ হোটেল কোভিড পরবর্তী সময়ে বাংলা ব্যান্ড মিউজিকের কঠিন সময়ে তাদের পাশে এসে দাঁড়াল। প্রতি রবিবার কলকাতার বিভিন্ন ব্যান্ডকে পারফর্ম করার সুযোগ করে দিয়েছে ব্রডওয়ে হোটেল।
সেরকমই এক রবিবাসরীয় সন্ধ্যায় ত্রিদেব অর্থাৎ গৌরব চ্যাটার্জি, বোধিসত্ত্ব ঘোষ এবং মৈনাক নাগ চৌধুরী তাদের পারফরম্যান্স দিয়ে ব্রডওয়ে হোটেলের সন্ধ্যাটা আরও জমিয়ে দিল। আগামী ২৭ ফেব্রুয়ারি এখানে নন্দন বাগচীর পারফরম্যান্স রয়েছে।
ব্রডওয়ে হোটেলের কর্ণধার সন্দীপ সেহগাল জানিয়েছেন, ‘কলকাতা যে ১৯৭০-১৯৮০ তে একটা কালচারাল হাব ছিল, মিউজিকের হাব ছিল ওটা আস্তে আস্তে করে শেষ হচ্ছিল।কলকাতার যে মিউজিশিয়ান্স আছে তারা কোনও প্ল্যাটফর্ম পাচ্ছিল না যেখান থেকে ওরা উঠতে পারতো। অন্য অন্য স্টেটে, অন্য অন্য জায়গায় যেতে হত পারফর্ম করার জন্য। তখন আমরা ভাবি যে আমরা যদি এরকম কিছু করতে পারি যার মাধ্যমে লোকাল মিউজিশিয়ান্স রা একটা প্ল্যাটফর্ম পাবে। যে প্ল্যাটফর্ম থেকে উনার মিউজিক উনার ট্যালেন্ট দেখানোর জন্য একটা চান্স পাবে। ওই সময় ব্রডওয়ের থেকে বেটার কোনও জায়গা আমরা ভাবতে পারিনি।’
- More Stories On :
- Broadway Hotel
- Bangla Band
- Live Performance