স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বরণ-এর আজ ৩০০ তম এপিসোড হয়ে গেল। বরণের সেটেই সব কলাকুশলীরা এই ৩০০ এপিসোড সেলিব্রেট করলেন। কেক কেটে অনেক মজা করে সবাই এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন।
অভিনেত্রী রিমঝিম দাস সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘৩০০ পর্ব আমরা অতিক্রম করলাম আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ সঙ্গে নিয়ে.. আরো অনেক পর্ব এগিয়ে যেতে চাই আপনাদের সঙ্গে নিয়ে. সেটা আপনাদের ছাড়া কোনো ভাবেই সম্ভব নয়। থাকুন আপনাদের সঙ্গে আমাদের চলার পথে.. অনেক ধন্যবাদ দাদা (স্নেহাশিস চক্রবর্তী ) তোমাকে আর স্টার জলসা কে আমাদের এই সুযোগ টা দেওয়ার জন্য।’
প্রসঙ্গত উল্লেখ্য এই ধারাবাহিকের প্রধান চরিত্র তিথি ব্যানার্জির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ইন্দ্রানী পাল এবং রুদ্রিক ব্যানার্জির চরিত্রে রয়েছেন অভিনেতা সুস্মিত মুখার্জি। এছাড়া অন্যান্য চরিত্রের মধ্যে কেকা ব্যানার্জির চরিত্রে অভিনেত্রী রিয়া গাঙ্গুলি, নায়না বাচস্পতির চরিত্রে প্রিয়া মণ্ডল, রাজের চরিত্রে রাজা কুণ্ডু, অলঙ্কারের চরিত্রে শুভঙ্কর সাহা, সোনরিতার চরিত্রে অনন্যা বিশ্বাস, রিমঝিম ব্যানার্জির চরিত্রে রিমঝিম দাস সহ আরও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন।
আরও পড়ুনঃ এবারও ‘পেপারলেস বাজেট’ পেশ করতে চলেছেন নির্মলা সীতারমণ
আরও পড়ুনঃ ভারতীয় ক্রিকেটে বাংলার রবির উদয়, চোখে বিশ্ব জয়ের স্বপ্ন
- More Stories On :
- Boron
- 300 Episode
- Celebration