দোলের দিন সুখবর দিলেন বনি-কৌশানি জুটি। নতুন ছবির কথা ঘোষণা করলেন অভিনেতা বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়ের। ছবির নাম 'মরীচিকা'। ছবি প্রযোজনায় রক্তিম চট্টোপাধ্যায়ের সংস্থা নেক্সজেন ভেঞ্চার্স।
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন বনি সেনগুপ্ত। তাঁর বিপরীতে অভিনয় করবেন কৌশানি মুখোপাধ্যায়। 'মরীচিকা' একটি ক্রাইম থ্রিলার। পরিচালনা করবেন সুমিত সাহিল। গল্প লিখেছেন অর্ণব ভৌমিক। চলতি বছর ২০ এপ্রিল থেকে শুরু হবে ছবির শুটিং। সোশ্যাল মিডিয়ায় 'মরীচিকা'র পোস্টার ও নিজের লুক শেয়ার করেছেন বনি। লিখেছেন, ‘খুব শিগগিরই আসছে 'মরীচিকা'।
১৮ মার্চ হোলির দিন ছিল প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়ের জন্মদিন। এই বিশেষ দিনেই নতুন ছবির ঘোষণা করলেন রক্তিম। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সুপ্রতীপ ভট্টাচার্য ও অনিন্দ্য মুখোপাধ্যায়।
আরও পড়ুনঃ তিলজলায় দেদার বোমাবাজি, চলল গুলি
আরও পড়ুনঃ রং খেলতে বেরিয়ে খুন ঝাড়গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থী
- More Stories On :
- Bony Sengupta
- Koushani Mukherjee