বিশেষ পর্ব নিয়ে আসছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'মহাপীঠ তারাপীঠ'। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক এবার নতুন চমক নিয়ে আসছে। 'মহাপীঠ তারাপীঠ' এর এক বিশেষ পর্ব আসছে যেখানে অভিনয় করবেন টলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়।
বিশেষ পর্বে বিপ্লব চট্টোপাধ্যায়কে গল্পের আসন্ন প্রেক্ষাপট বলছে বামা অনুভব করবে তাঁর এক অন্ধভক্ত খুব কষ্টে রয়েছেন। সেই ভক্ত, বিষ্ণুদাসের ভূমিকাতেই এই সিরিয়ালে আগমন ঘটছে বর্ষীয়ান অভিনেতার। হত দরিদ্র কীর্তনীয়া বিষ্ণুদাসের ঠাঁই হচ্ছে না কোনও দলেই, অভাবের সংসার আর চলে না! কিন্তু অনাথ নাতনির দেখভালের সব দায়িত্ব তাঁর উপরই। নাতনি রাধারানির বিয়ে দিতে চায় বিষ্ণদাস, কিন্তু নুন আনতে পান্তা ফুরানোর সংসারে কেমনভাবে নাতনির বিয়ে দেবেন তিনি, তাই ভেবে পাচ্ছেন না। এরপর তাঁর গ্রামে এসে উপস্থিত স্বয়ং বামদেব। এরপর কী মোড় নেবে এই কাহিনি তা দেখতে অপেক্ষা করতে হবে এই বিশেষ পর্ব সম্প্রচারের জন্য।
গত মাসে এই ধারাবাহিকের ৭০০ পর্ব হয়েছে। আগামী ৭-৮ ডিসেম্বর রাত ১০টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিকের বিশেষ পর্ব।
- More Stories On :
- Mahapith Tarapith
- Biplab Chatterjee,