টলিউডের কোনও তারকা বা পরিচিত মুখ কেউ এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি। তবে এই ভালো খবরের মধ্যেই আমার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এল। করোনায় আক্রান্ত হলেন পণ্ডিত বিক্রম ঘোষ। প্রখ্যাত তবলা বাদক ও সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন,'আমার আজ কোভিড পজিটিভ হয়েছে। যারা আমার সংস্পর্শে এসেছেন তারা যেন উপযুক্ত সতর্কতা অবলম্বন করেন।' বিক্রম ঘোষের কোভিড হওয়ার খবর পেয়ে চিন্তার ভাঁজ তাঁর অনুরাগীদের কপালে।
পুজোর সময় থেকেই বাংলায় করোনা মাথা চাড়া দিয়ে উঠেছে। দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। বাংলা জুড়ে রাতের কার্ফুকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক পুজোর প্রস্তুতিতে গা ভাসিয়েছে সকলেই। সঙ্গে কোভিড বিধি উঠেছে শিকে। তার জেরেই এবার আবারও ভয়ানক পরিস্থিতির মুখে এগিয়ে চলেছে সাধারণ মানুষ। ভ্যাকসিনের পাশাপাশি মানতে হবে বিধি নিষেধ, কিন্তু অনেকেই দুটি ভ্যাকসিন হয়ে যাওয়াতে করোনাকে নিয়ে ভাবতে নারাজ। ফলে আগামী দিনে আমরা আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি।
- More Stories On :
- Bikram Ghosh
- Covid Positive
- Corona