বিগ বসের ভক্ত ও প্রতিযোগীদের জন্য খুশির। বিগ বসের ১৫ নম্বর সিজন আরও দীর্ঘ হতে চলেছে। সিজন আরও দীর্ঘ হবে এই খবরটা কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল। এবার সেই জল্পনাটা সত্যি হল। ২০২১-এর অক্টোবরে শুরু হওয়া বিগ বিসের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। ‘টিকিটস টু ফিনালে’ জিততে মরিয়া প্রতিযোগিরা। কিন্তু হোস্ট সলমন খান স্পষ্ট জানিয়ে দিলেন এখন ইতি পড়বে না বিগ বস সিজন ১৫-র জার্নিতে।
বিগ বস স্পষ্ট করে দিয়েছে ‘টিকিট টু ফিনালে’ জেতবার সুযোগ এখন মিলবে। এরপর সলমন খান নিজেই জানিয়েছেন, 'আমার কাছে সুখবর আছে, শো-এর মেয়াদ দু সপ্তাহ বেড়ে গেছে'।
এই খবর শুনে খুব খুশি রাখি সাওয়ান্ত, রীতিমতো হাত তুলে নিজের আনন্দ প্রকাশ করেন রাখি। এর আগে শোনা যাচ্ছিল, কালার্স কর্তৃপক্ষের তরফে তাদের অপর রিয়ালিটি শো ‘হুনারবাজ’-এর প্রিমিয়ার আরেকটু দেরিতে করবার পরিকল্পনা নেওয়া হচ্ছিল। শনি ও রবিবার বিগ বসের টাইমস স্লটেই সম্প্রচারিত হওয়ার কথা এই শো-এর। সেটা আর কিছুদিন পিছোল।
- More Stories On :
- Big Boss
- Reality Show
- Rakhi Sawant