আমাদের সকলের প্রিয় 'ভুতু'। বাংলা ধারাবাহিকে 'ভুতু' মানে শিশুশিল্পী আরশিয়া মুখোপাধ্যায়ের 'ভুতু' চরিত্রে অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। ছোট মিষ্টি মেয়েটি সকলের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছিল। তার অভিনয়ের পর হিন্দিতেও 'ভুতু' ধারাবাহিকটা তৈরি হয়।
সেই ছোট্ট ভুতু এখন অনেক বড় হয়ে গেছে। বি ডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস সিক্সে পড়ে। ভুতু এবার দারুণ একটা কাণ্ড করে দেখালো। নিজের হাতে বানিয়ে ফেললো বাটার নান ও চিকেন বাটার মসালা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল। এটা যে ভুতুর রান্না সেটাই বিশ্বাস হচ্ছে না অনেকেরই। ইনস্টাগ্রামে চিকেন বাটার মশালা ও বাটার নানের ছবি পোস্ট করে আরশিয়া লিখলেন, আইআইএইচএম সেমিফাইনাল ছিল। আর এই সেমিফাইনালে আমি চিকেন বাটার মশালা ও বাটার নান বানিয়েছিলাম!
এই ছবি দেখে নেটিজেনদের থেকে প্রচুর আদুরে কমেন্ট আসতে শুরু করে। অনেকে লিখলেন কত বড় হয়ে গেল মেয়েটা। আবার অনেকে লিখলেন, দেখতে ছোট হলেও তোমার অনেক প্রতিভা।
- More Stories On :
- Bhutu
- Arshiya Mukherjee