সৃজিত মুখোপাধ্যায়ের নতুন বাংলা ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'। এই ছবির প্রধান কাস্ট ঠিক করে ফেলেছেন পরিচালক। নাট্যাচার্য গিরিশ ঘোষের চরিত্রে দেখা যাবে মন্ত্রী ব্রাত্য বসুকে। এই প্রসঙ্গে উল্লেখ্য যে এর আগে সৃজিতের পরিচালনায় 'হেমলক সোসাইটি' ছবিতে অভিনয় করেছিলেন ব্রাত্য। অন্যদিকে, 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে নটি বিনোদিনীর ভূমিকায় দর্শকদের সামনে হাজির হবেন প্রিয়াঙ্কা সরকার। তবে কয়েক মাস আগে এই ছবিতেই লক্ষীপ্রিয়ার চরিত্রে নাম ঘোষণা হয়েছিল প্রিয়াঙ্কার। জানা গেছে, 'ক্রিয়েটিভ ডিসিশন' হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে পরিচালক এবং ছবির টিমের তরফে। অন্যদিকে, সৃজিতের নির্দেশে এই ছবিতেই 'গৌরাঙ্গ' হয়ে উঠছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও।
অনেকদিন ধরেই শ্রীচৈতন্যকে নিয়ে ছবি করার পরিকল্পনা ছিল জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের। সেই ছবির প্রযোজকের দায়িত্বে রয়েছেন 'জাতিস্মর' ছবি খ্যাত রানা সরকার। এই ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে ব্রাত্য বসুকে নির্বাচন করার জন্য তিনি পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং প্রযোজক রানা সরকারকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
- More Stories On :
- Srijit Mukherjee
- Laha Gauranger Nam Re