সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন কত ভিডিওই না ভাইরাল হয়। আর ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে অনেক অচেনা মানুষ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেলিব্রিটি ট্যাগটাও অর্জন করে ফেলেন। এরকমই একটা ঘটনা ঘটেছে বীরভূমে। ভুবন বাদ্যকর নামে এক বাদাম বিক্রেতা বাদাম বিক্রির সঙ্গে সঙ্গে 'বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম' গানটি গেয়ে এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক হয়ে গেছেন।
জানা গেছে বাদাম বিক্রেতা 'বাদাম কাকু' দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মী নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। অত্যন্ত দরিদ্র পরিবার তার। 'বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম' বাদাম কাকুর এই গানটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সঙ্গে কাকু ও।
কিন্তু হটাত গান গেয়ে বাদাম বিক্রি করার সিদ্ধান্ত কেন নিলেন তিনি? 'বাদাম কাকু' জানিয়েছেন তিনি যখন প্রথম বাদাম বিক্রি করতেন সেইভাবে বাদাম বিক্রি হত না। তারপরই তিনি ভাবেন কিভাবে তার এই বাদাম বেশি মানুষ কিনবেন সেটার একটা ব্যবস্থা করতে হবে। বাড়িতে রয়েছে স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসন্তান। অভাবের এই সংসারের কথা ভেবেই হটাতই একদিন নিজের সুরে বাদাম নিয়ে একটি গান তৈরি করেন তিনি।
ভুবন বাদ্যকর বাদাম বিক্রির সঙ্গে সঙ্গে গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছেন ঠিকই কিন্তু তার লাইফস্টাইলের কোনও চেঞ্জ হয়নি। বিক্রি কিছুটা বেড়েছে কিন্তু সেটা তার পরিবারের দারিদ্যতা দূর করার জন্য যথেষ্ট নয়। তবুও বাদাম বিক্রির সঙ্গে গান গেয়ে যেমন সাধারণ মানুষকে খুশি করছেন 'বাদাম কাকু' তেমনি কিছুটা হলেও হয়তো ভুলে থাকতে পারছেন তার অর্থাভাবের কষ্টটা।
- More Stories On :
- Badam Kaku
- Viral
- Social Media