শ্যাম সুন্দর জুয়েলার্স এর শারদ সুন্দরী ২০২১ এর গ্র্যান্ড ফিনালে হয়ে গেল ক্যালকাটা বোটিং রিসোর্টে। সেরার শিরোপা জিতে নিলেন আয়সী মুখার্জি। দ্বিতীয় অর্থাৎ ফাস্ট রানার আপ হন অনুগতা গুপ্তা এবং সেকেন্ড রানার আপ হন প্রীতি সরকার।
ফাইনালে চাঁদের হাট বসেছিল। অভিনেতা ঋদ্ধি সেন, পরিচালক ও অভিনেতা কমলেশ্বর মুকারজি, অভিনেত্রী ও পরিচালক চুরনী গাঙ্গুলি, অভিনেত্রী প্রিয়াঙ্কা মণ্ডল, সোহিনী সরকার। সিধু-পটা, নিখিল জৈন সহ আরো অনেকে। কোভিডের মধ্যেও এত সুন্দরভাবে গ্র্যান্ড ফিলান আয়োজন করার জন্য সবাই রূপক সাহাকে ধন্যবাদ জানান।
নিখিল জৈন জানান, 'শারদ সুন্দরীর সঙ্গে আমার যোগাযোগ হল লাস্ট ইয়ারে। রূপক দা, অর্পিতা দি আই লাভ দেম। আমি বলেছি প্রত্যেক বছর আমার কন্ট্র্যাক্ট ফাইনাল আছে। এটা যা প্ল্যাটফর্ম আছে আমার মনে হয় কলকাতার বেস্ট প্ল্যাটফর্ম।'
ফার্স্ট রানার আপ অনুগতা গুপ্তা জানালেন, ‘ইট ইস অ্যা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স টু বি হেয়ার।’ আয়সী মুখারজি জানালেন, ‘আই ক্যাননট এক্সপ্রেস মাই জয় ইন ওয়ার্ডস। ২০২১ এর শারদ সুন্দরী হওয়ার জার্নিটা আমার কাছে দারুণ ছিল। এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য শারদ সুন্দরীকে আমি ধন্যবাদ জানাতে চাই।’ সেকেন্ড রানার আপ প্রীতি সরকার জানালেন, ‘আমি বলে বোঝাতে পারছিনা কতটা খুশি হয়েছি। বহরমপুরের মতো ছোট শহরের মেয়ে হয়েও যে এই জায়গায় দাঁড়ানো জায় সেটাই প্রুভ করতে চেয়েছি। প্রত্যেকজন যারা ছোট শহর থেকে বড় স্বপ্ন দেখো অবশ্যই স্বপ্ন দেখে যাও।’
- More Stories On :
- Sharad Sundari
- Sharad Sundari 2021