পরিচালক আতিউল ইসলামের ছবি 'কিশলয়' এর ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়ে গেল দক্ষিণ কলকাতার একটি হোটেলে। বর্তমান সময়কে নিয়ে স্কুল জীবনের কঠিন বাস্তবকে তুলে ধরা হয়েছে তার এই ছবিতে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবলীনা দত্ত, অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, শিশু শিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়কে দেখা যাবে অন্তরার ভূমিকায়। ছবিতে অনান্য ভূমিকায় দেখা যাবে বিবেক ত্রিবেদী, দেবরাজ মুখোপাধ্যায়কে।
এই ছবি নিয়ে পরিচালক আতিউল ইসলাম 'জনতার কথা' কে জানালেন,'আমি ছোট থেকে রিয়েলেস্টিক ছবি খুব ভালোবাসি। সেরকম একটা টপিক। যেটা প্রতিটা অভিভাবক, প্রতিটা মানুষ রিলেট করতে পারবে।' তিনি আরও জানান,'আমাদের বাঙালি থ্রিলার ভালোবাসে। আমাদের গল্পে থ্রিলার ব্যাপারটা রয়েছে। আশা করবো মানুষ যেন ছবিটা দেখে।'
দেবরাজ মুখোপাধ্যায় এই ছবি নিয়ে জানালেন,'আজকে যে বাচ্চা সেই তো ভবিষ্যতে ফাদার বা মাদার। সো তাদের হাতে পৃথিবী চলবে। তাদের প্রথম থেকেই আমরা যে কম্পিটিশনে ফেলে দিচ্ছি আমার মনে হচ্ছে ফিউচারের জন্য খুব খারাপ। এদের অনেকগুলো ক্ষতি হয়। শারীরিক ক্ষতি। যাবতীয় গেম খেলে মোবাইলে। মাঠে নামে না। বন্ধু বন্ধুর মধ্যে রেষারেষি হয়। জামাকাপড় নিয়ে, মোবাইল নিয়ে, অনেককিছু নেই। তারা যখন বড় হয় তারাও ওয়ার্ল্ড কে সেইভাবে ট্রিট করে যেটা তার মা বাবা শিখিয়েছে, সোসাইটি যেভাবে শিখিয়েছে। আমার মনে হয় এটা খুবই খারাপ। সেখান থেকে কিশলয় একটা নতুন গল্প।' তিনি আরও জানান,'কিশলয় একটা ইউনিক গল্প। দর্শকদের কাছে আমার বিনীত অনুরোধ ২০ নভেম্বর ২০২১ কিশলয় রিলিজ করছে। কোভিড প্রটোকল মেনে আপনারা সিনেমাহলে এসে ছবিটা দেখুন। আমরা সিনেমা দেখি বিনোদনের জন্য। তবে এর মধ্যে একটা সোশ্যাল মেসেজও রয়েছে।'
- More Stories On :
- Kisholoy
- Atiul Islam