ই.টি. এন্টারটেইনমেন্ট ও তৃষা দাস প্রযোজিত অরূপ সেনগুপ্ত পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি 'কলিং বেল'। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন তৃষা দাস ও জয় সেনগুপ্ত। ছবিটির শুটিং শেষ হল। আজ মুক্তি পাচ্ছে ছবির টিজার ও পোস্টার। এছাড়া পরিচালক তার একটি পূর্ণদৈর্ঘ্যের ছবিরও ঘোষণা করবেন।
এই ছবি প্রসঙ্গে পরিচালক অরূপ সেনগুপ্ত 'জনতার কথা' কে জানালেন, 'এটি একটি সাইকো থ্রিলার শর্ট ফিল্ম। ১৫ মিনিটের ছবি। পুরো শুটিংটাই হয়েছে কলকাতায়।'
ইতিমধ্যে অরূপ সেনগুপ্ত ‘চার এক্কে প্যাঁচ‘, এ.কে.Ray, ‘Unethical‘-র মতো স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনা করেছেন। বেশ কয়েকটি অ্যাওয়ার্ড ও জিতেছে তার স্বল্পদৈর্ঘ্যৈর ছবিগুলি।
আরও পড়ুনঃ কিডনি বেচে অভাবের সংসার চালাতে ফেসবুকে পোস্ট বর্ধমানের যুবকের, শোরগোল শহরজুড়ে
- More Stories On :
- Calling Bell
- Arup Sengupta