ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বেশ কিছু ছবির শুটিংও শুরু হয়েছে। আস্তে আস্তে স্টেজ পারফরম্যান্সও হচ্ছে। এবার স্টেজ পারফর্ম করবেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। যতটুকু জানা যাচ্ছে সেই খবর অনুযায়ী ১৯শে নভেম্বর আবু ধাবির বৃহত্তম বিনোদন কেন্দ্র ইতিহাদ এরিনায় একটি লাইভ কনসার্ট করবেন। এটি মধ্য়প্রাচ্য়ের বৃহত্তম অত্যাধুনিক এন্টারটেনমেন্ট জোন বলে পরিচিতও। পাঁচ বছরে এখানে এটিই প্রথম কনসার্ট হতে চলেছে।
বলিউডের গায়কদের মধ্যে বর্তমানে প্রথম সারিতেই রয়েছেন অরিজিৎ সিং। শুধু ভারতেই নয়, দেশের গণ্ডী পেরিয়ে তাঁর ভক্তকূলের সংখ্যা নেহাত কম নয়। হিন্দি ও বাংলা দুই ভাষাতেই তাঁর গান জনপ্রিয়তা লাভ করেছে।
২০১৪ সালে অরিজিত্ সিংহ জিত্ গাঙ্গুলীর সুুর ও কমপোজ করা 'মুসকুরানে' গানটি গান। এই গানের জন্য সে বছর তিনি সবচেয়ে বেশি নমিনেশন পান। ২০১৬ সালে তিনি 'সুরাজ ডুবা হ্যায়' গানের জন্য ও ২০১৭ সালে 'এ দিল হ্যায় মুশকিল' গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এভাবে ধীরে ধীরে তিনি বাংলা এবং বলিউডের সঙ্গীত জগতে নিজের একটি আলাদা জায়গা তৈরি করে নেন। অরিজিত্ সিংহ ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত টানা ৫ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়ে রেকর্ড তৈরি করেন।
- More Stories On :
- Arijit Singh
- Singer