বিয়ে করেছেন মাত্র চার দিন হল। অর্থাৎ নববধূ অঙ্কিতা লোখান্ডে। কিন্তু এর মধ্যেই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেললেন অভিনেত্রী। স্বামী ভিকি জৈনের কাছে সহকর্মী কর্ণবীর বোহরার সঙ্গে অন্তরঙ্গ মুহুর্তে ধরা পড়লেন অঙ্কিতা! কিন্তু কি এমন হল? ব্যাপারটা বড় অদ্ভুত লাগছে না?
আসলে স্বামীর অনুপস্থিতিতে কর্ণবীরের হাতে হাত রেখে খানিক প্রেমালাপে মজেছিলেন অঙ্কিতা। কিন্তু ঠিক তখনই অঙ্কিতা-কর্ণবীরের সেই প্রেমের মাঝে উপস্থিত হন ভিকি। স্ত্রীর থেকে দূরত্ব বজায় রাখতে উপদেশ দেন কর্ণবীরকে। দু’জনেই তখন তাঁকে দেখে খানিকটা অপ্রস্তুত পড়েন। এর পরে আর কোনও কথা নেই। ভিকি সেখান থেকে অঙ্কিতাকে নিয়ে চলে যান। অঙ্কিতাও চুপচাপ হাত জোড় করে কর্ণবীরকে বিদায় জানিয়ে স্বামীর সঙ্গে ফিরে। আপনাদের মনে হতেই পারে কি এমন হল বিয়ের চারদিনের মধ্যে অঙ্কিতা ও ভিকির জীবনে তৃতীয় ব্যক্তি প্রবেশ করলেন।
আসল ব্যাপারটা সত্যিই খুব মজার। এটা কোনও সত্যি ঘটনা নয়। অনুরাগীদের হাসানো জন্য এই ভিডিয়ো তৈরি করেছেন তাঁরা। কর্ণবীর-অঙ্কিতা-ভিকির এই সংক্ষিপ্ত রিলের ত্রিকোণ প্রেমের গল্প দেখে হাসি থামাতে পারেননি অঙ্কিতার অনুরাগীরা। আর পুরো ভিডিওটাই শুট করা হয়েছে মজার ছলে।
- More Stories On :
- Ankita Lokhande
- Vicky Jain
- Karenvir Bohra