বলিউডে এখন বিয়ের মরশুম। কদিন আগে চার হাত এক হয়েছিল অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। কয়েকদিন যেতে না যেতেই চার হাত এক হল অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের। মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে 'পবিত্র রিস্তা' খ্যাত অভিনেত্রী গাঁটছড়া বাঁধলেন ভিকি জৈনের সঙ্গে। ভিকি-অঙ্কিতার তিন বছরের প্রেমের সম্পর্ক এইদিন পূর্ণতা পেল।
বিয়ের দিন মনীশ মালহোত্রার ব্রাইড হিসাবে পাওয়া গেল অঙ্কিতা কে। সোনালী লেহেঙ্গায় বেশ লাগছিল তাকে। সঙ্গে ছিল ভারী মানানসই গহনা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অঙ্কিতার বিয়ের একগুচ্ছ ছবি। বিয়ের দিন খুব ইমোশনাল ছিলেন অভিনেত্রী। মালাবদল পর্ব সারার পর ভিকিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন অভিনেত্রী।
অঙ্কিতা লোখান্ডের বিয়েতে ছিল তারকাদের সমাবেশ। উপস্থিত ছিলেন ম্রুনাল ঠাকুর, সান মকবুল, অম্রুতা খানভিলকার, সৃষ্টি রোড প্রমুখ। অঙ্কিতার রাজকীয় বিয়ে হলেও কোনও কিছু ঢেকে রাখেননি তিনি। তার মালাবদলের ভিডিও দেখে অবাক হয়েছেন অনেকেই। এছাড়া বিয়ের মণ্ডপের সাজসজ্জাও ছিল দেখার মতো।
- More Stories On :
- Ankita Lokhande
- Vicky Jain