এবার করোনায় আক্রান্ত হলেন টলিউড অভিনেত্রী অঞ্জনা বসু। কোভিড পজিটিভ হওয়ার খবর তিনি কলকাতার প্রথম শ্রেণীর এক সংবাদমাধ্যম কে জানিয়েছেন। সমস্ত কোভিড বিধি মেনে বর্তমানে নিভৃতবাসেই রয়েছেন তিনি।
কোভিড নিয়ে অঞ্জনা জানান, গত তিন দিন ধরে তিনি অসুস্থ। এর পরেই করোনা পরীক্ষা করান। শনিবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তাঁর সারা গায়ে অসহ্য যন্ত্রণা, মাথা ভার, জ্বর এসেছে। তার সঙ্গেই রয়েছে প্রবল কাশি। কখনও তা এতটাই বাড়ছে যে, কাশতে কাশতে দম আটকে আসছে অঞ্জনার। কথা বলতেও বেশ অসুবিধা হচ্ছে এই মুহূর্তে। শরীর খুব দুর্বল সেটা তাঁর কথাতেই বোঝা গেছে।
বর্তমানে ‘পিলু’ এবং ‘মন মানে না’ এই দুই ধারাবাহিকে অভিনয় করছেন অঞ্জনা বসু। কোভিডে আক্রান্ত হওয়ার পর শুটিং ফ্লোর ছেড়ে পুরো নিভৃতবাসেই এখন।
উল্লেখ্য টলিউডে অনেক তারকাই এখন করোনায় আক্রান্ত হচ্ছেন। অনেকে সুস্থও হয়ে উঠেছেন। এবার অঞ্জনা বসুর কোভিড পজিটিভ রিপোর্ট এল।
- More Stories On :
- Anjana Basu
- Covid Positive