করোনার প্রকোপে দেশের মানুষ নাজেহাল। আমাদের রাজ্যেও তার ব্যতিক্রম নয়। পরিসস্থিতি এতোটাই খারাপ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনের কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। তবে সেইসব বিধিনিষেধের বিরোধিতা করেছেন অনেকেই।
এবার ফেসবুক পোস্টের মাধ্যমে এই বিধিনিষেধ নিয়ে খিল্লি করলেন শহর ব্যান্ডের জনপ্রিয় গায়ক অনিন্দ্য বোস। তাঁর এই পোস্টে ‘শ্রীভূমি’র পুজো প্যান্ডেলের বুর্জ খলিফার থিম থেকে শুরু করে পার্কস্ট্রিটের বড়দিন, পুরভোটের জন্য মিটিং মিছিল সবটাই উঠে এসেছে।
পোস্টটি খুব তাড়াতাড়ি ভাইরালও হয়েছে। অনেকেই তাঁর প্রশংসাও করেছেন। একজন ব্যক্তি আবার কমেন্ট করে লিখেছেন, ‘এগুলো কেন বলেন, শো পাবেন না তো’! সেই কমেন্টের জবাব দিয়ে অনিন্দ্য লিখেছেন, ‘আমি শো করি… পাই না’! আরেকজন লিখেছেন, ‘সত্যি আগে ব্রিটিশরা দাবিয়ে রাখত আর এখন দেশের নেতারা সেই ভূমিকায়’। উত্তরে অনিন্দ্য লিখেছেন, ‘আরও ভোট দিন’।