সোশ্যাল মিডিয়ায় এখন হট টপিক শোভন-বৈশাখী। তবে শুধুই সোশ্যাল মিডিয়ার কথা বললে হবে না খবরের কাগজ হোক কিংবা অনলাইন মিডিয়া তাদেরও হেডলাইনে জায়গা করে নিয়েছে এই দুই জুটি। তার জন্য অবশ্য বেশিরভাগ সময়েই তাদের ট্রোল সহ্য করতে হয়। কিন্তু সেইসব ট্রোলকে তারা আগেও পাত্তা দেননি এখনও দিচ্ছেন না।
শোভন-বৈশাখী কে নিয়েই এবার গান লিখলেন কলকাতার জনপ্রিয় গায়ক অনীক ধর। তবে শুধু গান লেখা নয় তিনি গানটিতে সুর দিয়েছেন এবং গেয়েছেনও। শোভন-বৈশাখী নাম দিয়ে করা তার এই মিউজিক ভিডিও পরিচালনা করেছেন দীপঙ্কর দে। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অনীক এবং সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় নাম রিম্পি অর্থাৎ স্নেহা কর্মকার।
অনীক ধরের নিজের ইউটিউব চ্যানেলেই মুক্তি পেয়েছে গানটি। মুক্তির পর এখনও পর্যন্ত প্রায় ৭৩ হাজার মানুষ এই গানটি পছন্দ করেছেন। প্রচুর কমেন্টও এসেছে। একজন লিখেছেন,'অস্কারপ্রাপ্ত সং'। একজন আবার এই ধরণের গান আরও শুনতে চেয়েছেন। তবে তার মধ্যে আবার কয়েকজন নেগেটিভ কমেন্ট করে লিখেছেন অনীক ধর এরকম গান গেয়ে নিজের আসল জায়গাটা হারাচ্ছেন।
এই বছর দুর্গাপুজোতে বেশ কয়েকটি আইটেম সং রিলিজ করেছে এবং ভালোই জনপ্রিয়তা পেয়েছে। সামনেই কালীপুজো। তার আগে এরকম একটা গান চারপাশটা 'ও লাভলি' করে দিল।
- More Stories On :
- Aneek Dhar
- Sovan
- Baishakhi