মাত্র ১৪ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন বলিউড তারকা আমির খানের মেয়ে ইরা। ইনস্টাগ্রামে প্রায় ১০ মিনিটের একটি ভিডিও পোস্ট করে পুরো ঘটনার কথা জানান তিনি। সেখানেই ইরা জানান, অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলেন তিনি। বয়স কম ছিল। তাই বুঝতে পারছিলেন না ঠিক কী হচ্ছে। তারা জেনেশুনেই এমনটা করছিল কি না।
আরও পড়ুন ঃ এখনও গভীর সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়
এমন অচেনা অভিজ্ঞতায় বেশ হতাশ হয়ে পড়েছিলেন। গোটা বিষয়টা বাবা আমির খান ও মা রিনা দত্তকে জানান ইরা। তাঁদের সঙ্গে কথা বলার পর মন অনেকখানি হালকা হয়। এতটাই ছোট ছিলাম , যে এক বছর পর আমি বুঝতে পারি , ওরা ইচ্ছাকৃতভাবেই আমার সঙ্গে এমন আচরণ করেছিল। কারণ ওরা আমার শ্লীলতাহানিই করতে চেয়েছিল। এই পরিস্থিতি থেকে বেরতে আমি সঙ্গে সঙ্গে মা-বাবাকে ই-মেল মারফত সব জানাই। অবশ্য কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত , সে বিষয়ে কিছু বলেননি তিনি।
- More Stories On :
- Amir Khan
- আমির খান
- Bollywood Actor
- বলিউড অভিনেতা
- Ira khan
- ইরা খান