যিনি পৃথিবীর আলো দেখিয়েছিলেন তিনিই সঙ্গে নেই। এর থেকে দুঃখের খবর আর কি হতে পারে। বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমারের জীবনে এখন এই অবস্থা। চলতি সপ্তাহের শুরুর দিক থেকেই মা অরুণা ভাটিয়ার অসুস্থতাজনিত কারণে অক্ষয় কুমারের নাম নতুন করে উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ার হ্যাশট্যাগে। জানা গিয়েছিল যে সেই সময়ে বিদেশে এক ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন নায়ক। তবে মায়ের অসুস্থ হওয়ার খবর পেয়েই সব কাজ বাতিল করে দিয়ে তাড়াতাড়ি ফিরে আসেন মুম্বইয়ে নিজের বাসভবনে। সেই সময়ে মুম্বইয়ের হিরানন্দানি হসপিটালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন অরুণা। অবস্থার অবনতি হতে শুরু করে। অবশেষে বুধবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ এ ৫৫ বছরে পা রাখলেন অক্ষয় কুমার। স্বাভাবিকভাবেই এই জন্মদিন তাঁর কোনও দিক থেকেই ভালো কাটার কথা নয়। ফলে, জল্পনা ছিল ভক্তমহলে, এবার হয় তো একেবারে চুপচাপ থাকবেন নায়ক! কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সদ্যপ্রয়াত মা-কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন খুললেন তিনি।
এদিকে বুধবার রোহিত শেট্টি, ঋতেশ দেশমুখ, রমেশ তৌরানী, সাজিদ খান সহ বলিউডের বেশ কিছু প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব বুধবার শেষকৃত্যের অনুষ্ঠানে গিয়েছিলেন। অক্ষয়ের কন্যা নিতারা এবং স্ত্রী টুইঙ্কল খান্না সহ পরিবারের বাকি সদস্যরাও সেখানে এসেছিলেন। সলমন খান, অজয় দেবগণ, দিয়া মির্জা, পূজা ভট্ট, নিমরত কউর সহ অক্ষয়ের বহু সহকর্মী নেটমাধ্যমে তাঁদের সমবেদনা জানান।
- More Stories On :
- Akshay Kumar
- Birthday