সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়নি। তিনি আত্মহত্যাই করেছিলেন।সুশান্ত মৃত্যুতে খুনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে এমনটাই বিবৃতি দিয়ে জানালেন এইমসের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত। ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর দেহের ময়নাদতদন্ত করেছিলেন মুম্বইয়ের কুপার হাসপাতালের চিকিৎসকরা।পরে সিবিআই সুশান্ত মামলার তদন্তভার নেয়। প্রাথমিক ময়নাতদন্তের পর সুশান্তের ভিসেরা রিপোর্টের দায়িত্ব বর্তায় এইমসের ফরেনসিক টিমের উপর। সুধীর গুপ্তর নেতৃত্বে সেই টিম কাজ শুরু করে। জানানো হয়, সুশান্তের দেহের ভিসেরা নমুনার মাত্র ২০ শতাংশ এইমসের ফরেনসিক বিভাগের হাতে এসেছে। তার উপরে ভিত্তি করেই নতুন করে শুরু হয় পরীক্ষা। ২৯ সেপ্টেম্বর চূড়ান্ত ভিসেরা রিপোর্ট সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। সেই রিপোর্টে খুনের তত্ত্ব খারিজ করে দেওয়া হয়েছে।এবার এই রিপোর্টের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দেড় মাসেরও বেশি সময় ধরে এই মামলায় তদন্ত করছে তারা। শোনা গিয়েছিল, এবার সুশান্তের বন্ধু তথা ম্যানেজার সিদ্ধার্থ পিঠানি এবং তাঁর রাঁধুনি নীরজ সিংকে রাজসাক্ষী করার প্রস্তুতি শুরু করে দিয়েছে সিবিআই। ভবিষ্যতে যদি এই মামলার অন্য কোনও সূত্র মেলে। তখন সুশান্তের মৃত্যুতে ৩০২ ধারা যুক্ত করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী দলটি।