মাদককাণ্ডে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের গ্রেফতারির পর তাঁর পাশে থাকার বার্তা দিলেন বলিউড অভিনেত্রী-চিত্রপরিচালক পূজা ভট্ট। পূজা ও শাহরুখ খান একসঙ্গে 'চাহত' ছবিতে কাজ করেছিলেন। ছবিটির পরিচালনায় ছিলেন মহেশ ভট্ট। ১৯৯৬ সালে মুক্তি পাওয়াা রোম্যান্টিক মিউজিক্যাল ড্রামা ঘরানার ছবিটিতে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, রামিয়া কৃশন ও অনুপম খের।
ট্যুইট করে পূজা ভট্ট লেখেন,' 'আমি তোমার পাশে আছি শাহরুখ। এমন নয় যে তোমার প্রয়োজন। কিন্তু আমি আছি। এই অবস্থাও কেটে যাবে।' মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাঁর পোস্ট।
I stand in solidarity with you @iamsrk Not that you need it. But I do. This too, shall pass. 🙏
— Pooja Bhatt (@PoojaB1972) October 3, 2021
রবিবার মাদকযোগে শাহরুখ-পুত্র আরিয়ান খানের একদিনের এনসিবি হেফাজতের খবর মেলে এএনআই সূত্রে। আরিয়ানের বিরুদ্ধে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট ১৯৮৫-র 8C, 20B ও 27 নম্বর ধারায়, মাদক সেবন, বিক্রি করা এবং নিষিদ্ধ পণ্য কেনার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
- More Stories On :
- Shahrukh Khan
- Pooja Bhatt
- Aryan Khan