অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। চিকিৎসায় কোনও সাড়া দিচ্ছেন না তিনি। তাঁর কিডনির অবস্থাও ভালো নয়। তাঁর রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। সৌমিত্রবাবুর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক ডাঃ অরিন্দম কর জানান , অভিনেতার শারীরিক অবস্থা ভাল না থাকায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।তাঁর চেতনা ঠিক নেই। সেকেন্ডারি নিউমোনিয়াও ছিল। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তক্ষরণের সঙ্গে তাঁর প্লেটলেট কমে যাওয়ার বিষয়টি একমাত্র চিন্তার বিষয়।
আরও পড়ুনঃ সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক
তাঁর প্লেটলেট সংখ্যার উন্নতি এবং রক্ত জমাটের কাজটি স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে রক্তক্ষরণ বন্ধ হয়।’ রক্তে অক্সিজেনের পরিমাণও প্রায় চল্লিশ শতাংশ কমে গিয়েছে। এছাড়াও তাঁর শরীরে ডিয়াম, পটাশিয়ামেরও তারতম্য ঘটছে। ফুসফুসের সংক্রমণ দেখা দিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , অভিনেতার শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটা কমে যাওয়ায় তাঁকে ১০০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে।
- More Stories On :
- সৌমিত্র চট্টোপাধ্যায়
- Soumitra Chatterjee
- Tollywood Actor
- টলিউড অভিনেতা
- Ventilation
- ভেন্টিলেশন

