আরজি সেলুলারের -এর নতুন স্টোর লঞ্চ হল অ্যাক্রোপলিস মলে। উপস্থিত ছিলেন টলিউড স্টার আবীর চট্টোপাধ্যায়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পুজোর আগে স্যামসং-এর নতুন স্টোর লঞ্চ করতে পেরে উচ্ছ্বসিত আবীর। অনেক শুভকামনাও জানিয়েছেন।
আবীর জানালেন,'আরজি সেলুলারের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। স্যামসং-এর সঙ্গেও তাই। আজকের দিনে মোবাইল, ট্যাবের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই তারা সেই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছে। বাড়ির কাজ থেকে শুরু করে অফিসের কাজ সবেতেই মোবাইল ফোনের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই অ্যাক্রোপলিস মলের মতো একটা জায়গায় স্টোর হওয়ায় অনেক সুবিধা হয়েছে।' অ্যাক্রোপলিস মলে স্টোর নিয়ে তিনি জানান,'এটা একটা প্রাইম লোকেশন। যেকোনো প্রাইম লোকেশনে স্টোর হলে অনেক সুবিধা থাকে। এখেত্রেও তাই।'
সামনে পুজো আসছে। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। এই প্রসঙ্গে তিনি জানালেন,'পুজো তো ঠিক আছে। কিন্তু সাবধানে থাকবেন। পুজো বলে সবকিছু ছেড়ে বেরিয়ে এলে পরে আমরাই সমস্যায় পড়বো। এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। সকলে সুস্থ থাকুক এটুকুই চাই।'
- More Stories On :
- Abir Chatterjee
- RJ celular