কয়েকদিন আগে দুজনের বিবাহ-বিচ্ছেদ হয়েছে। যা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই আবার একসঙ্গে দুজনে।
ভাইরাল হল আমির খান এবং কিরণ রাওয়ের ছবি। 'লাল সিং চাড্ডার' শ্যুটিংয়ের সেট থেকেই ভাইরাল হল আমির খান এবং তাঁর প্রাক্তন স্ত্রীর ছবি। জম্মু কাশ্মীরের প্রেস ক্লাব থেকেই আমির, কিরণের ওই ছবি ভাইরাল হয়। লাল সিং চাড্ডার শ্যুটিংয়ের জন্য বেশ কয়েকদিন ধরে কাশ্মীরে রয়েছেন আমির খান এবং কিরণ রাও। সেখান থেকেই এবার ফের ভাইরাল হয় বলিউডের এই প্রাক্তন জুটির ছবি। উপত্যকায় শ্যুটিংয়ের সময়ই নিজেদের বিচ্ছেদ নিয়ে বড় ঘোষণা করেন আমির খান, কিরণ রাও। কিরণের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও, তাঁরা বন্ধুর মতো থাকবেন। ছেলে আজাদকে নিয়ে সমস্ত সিদ্ধান্ত একসঙ্গে নেবেন বলেও জানান আমির, কিরণ। তবে আমির খান যা-ই বলুন না কেন, কিরণের সঙ্গে তাঁর বিচ্ছেদের খবরে ভক্তদের মন খারাপ হয়ে যায়।
এদিকে আমির খানের সঙ্গে কিরণ রাওয়ের বিচ্ছেদর খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রী ফাতিমা সানা শেখকে কটাক্ষের মুখে পড়তে হয়। ফাতিমার জন্যই আমির, কিরণের ১৫ বছরের সংসার ভাঙছে বলে কটূক্তি করেন অনেকে। যদিও আমির খান বা ফাতিমা সানা শেখ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
- More Stories On :
- Aamir Khan
- KIran Rao